বাংলাদেশ বিমানের ফ্লাইট ‘ময়ুরপঙ্খী’ ছিনতাই চেষ্টার ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। সন্ত্রাস ও বিমান নিরাপত্তা বিরোধী অপরাধ দমন ধারায় দায়ের হওয়া মামলাটি বাদি হয়েছেন শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের সিভিল এভিয়েশন বিভাগের প্রযুক্তি সহকারি দেবব্রত সরকার। সোমবার রাত ৯টায় নগরীর পতেঙ্গা থানায় দায়ের হওয়া মামলা নম্বর- ১৫। মামলায় পলাশ আহমেদসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করা হয়।
পতেঙ্গা থানার ওসি উৎপল বড়ুয়া বলেন, বিমান ছিনতাইয়ের ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় পলাশসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করা হয়। সন্ত্রাসবিরোধী আইন, ২০১২ এর ৬ ধারা এবং বিমান নিরাপত্তা বিরোধী অপরাধ দমন আইন, ১৯৯৭ এর ১১ (২) ও ১৩ (২) ধারায় মামলাটি দায়ের হয়েছে।
প্রসঙ্গত, গত রবিবার বিকেলে বিমানের ফ্লাইট ‘ময়ুরপঙ্খী’ ছিনতাইয়ের প্রচেষ্টা হয়। বিমানটি শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর পুলিশ-র্যাব-এপিবিএন বিমানটি ঘিরে রাখে। পরে সন্ধ্য প্যারা কমান্ডো অভিযান পরিচালনা করে। সেনা ও বিমান বাহিনী, পুলিশ-র্যাব-এপিবিএন সদস্যরা মিলিয়ে ৮ মিনিটেই অভিযান শেষ করতে সক্ষম হন। অভিযানে ‘ময়ুরপঙ্খী’ ছিনতাই প্রচেষ্টাকারী পলাশ আহমেদ ওরফে মাহাদি নিহত হন।
বিডি প্রতিদিন/ফারজানা