চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মো. সবুজ (২১) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সবুজ নগরের ইপিজেড থানার একটি মাদক মামলায় গ্রেফতার হয়ে কারাগারে ছিলেন। সবুজ কুমিল্লার মুরাদনগরের বাসিন্দা।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ সহকারী পরিদর্শক আলাউদ্দিন তালুকদার বলেন, ‘কারাগারে মো. সবুজ স্ট্রোক করলে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।’
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর