চট্টগ্রাম নগরের সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বিকালে কলেজের কেন্দ্রীয় খেলার মাঠে এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রতক্ষ্যদর্শী সূত্রে জানা যায়, কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা চালাকালীন সময়ে কলেজ ছাত্রলীগ নেতা মিজানুর রহমানের অনুসারীরা সালাহ উদ্দিনের অনুসারী ইমাদ উদ্দিনকে ধাক্কা দেয়। এ সময় দুই পক্ষের অনুসারীরা হাতাহাতিতে জড়িয়ে পড়েন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন বলেন, ‘কলেজ মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা চলাকালীন সময়ে ছাত্রলীগের দুইটি পক্ষ হাতাহাতিতে জড়িয়ে পড়ে। পরে পুলিশ গিয়ে দুই পক্ষকেই সেখান থেকে সরিয়ে দেওয়া হয়। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর