চট্টগ্রামের সাতকানিয়ার কেরানিহাট এলাকায় গাড়ি উল্টে রহিম বক্স (৮০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। নিহত রহিম বক্স বান্দরবানের লামার মৃত মনসুর আলীর ছেলে।
সোমবার দুপুরে কেরানিহাটের বাইতুল ইজ্জত এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের সহকারী উপ-পরিদর্শক আলাউদ্দিন তালুকদার।
তিনি বলেন, লামা থেকে একটি মাহিন্দ্রা পরিবহন কেরানিহাট এসে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এসময় ওই পরিবহনে থাকা রহিম বক্স গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে এলে কর্তবরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার