সরকারি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিমানবালা পদে নিয়োগ দেয়ার নামে টাকায় নেয়ার অপরাধে দুই প্রতারককে আটক করা হয়েছে। আটককৃত দুই প্রতারক হচ্ছে নোয়াখালীর চরজব্বার এলাকার মো. জাকির সোহাগ (২৯) ও বাগেরহাটের দীঘির পাড়ের রুবেল হাওলাদার (২৭)।
মঙ্গলবার লেনদেনের আগমুহূর্তে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) চট্টগ্রাম মেট্রো শাখার বিমানবন্দর টিম। চাকরি প্রার্থী হচ্ছেন রেশমিনা বেগম (২৩)।
বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার সারওয়ার-ই-জামান বলেন, বিমানবালার চাকরি দেওয়ার কথা বলে এক নারীর সঙ্গে প্রতারণার দায়ে দুইজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে পতেঙ্গা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লোভনীয় অফার পেয়ে সিলেটের হবিগঞ্জ থেকে ছুটে আসেন রেশমিনা বেগম (২৩)। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় পরীক্ষাও দেন।
বিডি-প্রতিদিন/মাহবুব