২২ অক্টোবর, ২০১৯ ২০:১৯

চট্টগ্রামে অভিনব কায়দায় দুই ভাইয়ের ছিনতাই

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

চট্টগ্রামে অভিনব কায়দায় দুই ভাইয়ের ছিনতাই

অভিনব কায়দায় দুই ভাই মিলেই চট্টগ্রামে করতো ছিনতাইয়ের ঘটনা। যেসব যাত্রীর ব্যাগ ও লাগেজ আছে ওইরকম যাত্রীদের রিকশায় তুলতেন। পরে যাত্রীদের সুবিধাজনক জায়গায় নামিয়ে দিয়ে বলতেন রিকশা নষ্ট, যাবেন না। এ নিয়ে যখন রিকশাচালক (ছিনতাইকারী) ও যাত্রীর মধ্যে তর্ক হতো, অন্য দুজন এসে রিকশায় থাকা লাগেজ ও ব্যাগগুলো নিয়ে দৌড় দিতেন। উক্ত দুই ভাই হলো বাগেরহাটের মোড়লগঞ্জ এলাকার সৈয়দ আলী শেখের ছেলে মো. শাহ আলম শেখ (৪০) ও মো. হাসান শেখ (২৮)। গত সোমবার রাতেই কোতোয়ালী থানা পুলিশ বিআরটিসি মোড় থেকে তাদের গ্রেপ্তার করে বলে জানান কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন।

তিনি বলেন, এ সময় দুই ভাইকে গ্রেপ্তার করা হলেও অন্যজন পালিয়ে যায়। তাকেও ধরতে অভিযান অব্যাহত রয়েছে। তারা স্বীকার করেছেন রিকশায় যাত্রী উঠিয়ে সুবিধাজনক জায়গায় নামিয়ে দিয়ে যাত্রীদের বিভিন্ন মালামাল ছিনতাই করতেন। অনেক সময় যাত্রীদের বন্দুকের ভয় দেখিয়েও ছিনতাই করতেন। গ্রেপ্তার দুইজনের কাছ থেকে একটি দেশি এলজি ও কার্তুজ উদ্ধার করা হয়।

বিডি প্রতিদিন/মজুমদার

সর্বশেষ খবর