চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) পরিচালিত ৭১টি স্কুল-কলেজের এসএসসি ও এইচএসসি টেস্ট পরীক্ষার সকল ব্যবস্থাপনা অনলাইন পদ্ধতিতে সম্পন্ন করা হচ্ছে। ফলে প্রথমবারের মত চসিকের ২৩টি কলেজের ৫৮ হাজার ৯০০টি উত্তরপত্র এবং দ্বিতীয়বারের মত ৪৮টি স্কুলের ৮৭ হাজার উত্তরপত্র, মোট ১ লক্ষ ৪৬ হাজার উত্তরপত্রের টেস্ট পরীক্ষার ফলাফল অনলাইনের মাধ্যমে প্রকাশ করা হবে।
তাছাড়া, ২০১৮ সালের এসএসসি টেস্ট পরীক্ষার কার্যক্রম অনলাইনে সম্পন্নের পর সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন চসিকের কম্পিউটার ইনস্টিটিউটকে সকল শিক্ষা প্রতিষ্ঠানের সামগ্রিক ব্যবস্থাপনা সম্পূর্ণ অটোমেশন পদ্ধতিতে করার প্রক্রিয়া শুরু করতে বলেন। এরই প্রেক্ষিতে কম্পিউটার ইনস্টিটিউট চসিকের জন্য একটি পূর্ণাঙ্গ সফটওয়্যার তৈরি করে। এটি বর্তমানে চালুর অপেক্ষায় আছে। চসিকের কম্পিউটার ইনস্টিটিউটের পরিচালক আনিছ আহমদের তত্ত্বাবধানে ইনস্টিটিউটের তিন খণ্ডকালীন প্রশিক্ষক আশরাফ রেজা, নুরউদ্দিন ও হায়দার আলী এ সফটওয়্যারটি প্রস্তুত করেন বলে জানা যায়।
বিডি প্রতিদিন/শফিক