চট্টগ্রাম নগরের পেনিনসুলা হোটেলে শুরু হলো তিন দিনব্যাপী ১১তম আন্তর্জাতিক পর্যটন মেলা। বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন মেলার উদ্বোধন করেন। পর্যটন বিষয়ক পাক্ষিক ম্যাগাজিন দ্য বাংলাদেশ মনিটরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুল আলম, দ্য বাংলাদেশ মনিটর সম্পাদক কাজী ওয়াহিদুল আলম প্রমুখ। পেনিনসুলার ডালিয়া হলে (লেভেল ৩) চলা এ মেলা চলবে আগামী ২৬ অক্টোবর পর্যন্ত। মেলা চলবে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা। মেলায় অংশগ্রহণ করে ইউএস-বাংলা এয়ারলাইন্স, রিজেন্ট এয়ারওয়েজ, এয়ার এরাবিয়া, ওসেন প্যারাডাইজ হোটেল, ব্যাংকক হাসপাতাল, মালয়েশিয়া ট্যুরিজম, কসমস হলিডে, বামরুনগ্রাদ হাসপাতাল, এশিয়ান হেলথকেয়ার, গ্রোট্রিপসহ পর্যটন সংশ্লিষ্ট ২০টিরও অধিক দেশি-বিদেশি প্রতিষ্ঠান।
মেলা চলাকালীন অংশগ্রহকারী প্রতিষ্ঠানগুলো দর্শনার্থীদের জন্য এয়ার টিকেট, ট্যুর প্যাকেজ, হোটেল রুম ইত্যাদির ক্ষেত্রে বিশেষ মূল্যছাড় দেওয়া হচ্ছে।
অনুষ্ঠানের প্রধান অতিথি সিটি মেয়র বলেন, ‘চট্টগ্রামের গুরুত্ব ও সম্ভাবনা উপলব্ধি করে মনিটর এখানে ট্যুরিজম ফেয়ার করছে। দেশের অফুরান সম্ভাবনা কাজে লাগাতে হলে নাগরিকদেরও এগিয়ে আসতে হবে। চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়িতেও দেখার অনেক কিছু আছে। প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি বলা হয় চট্টগ্রামকে। তাই এয়ারলাইন্সগুলোকেও চট্টগ্রামের পর্যটন শিল্পকে প্রমোট করতে হবে। বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে হবে। কানেকটিভিটি যত দ্রততর করা যায় সেই চেষ্টা করতে হবে।’
বিডি প্রতিদিন/এ মজুমদার