কক্সবাজারের রামুতে ঐতিহ্যবাহী নৌকা বাইচের ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হয়েছে জোয়ারিয়ানালা পশ্চিম নোনাছড়ি ভাই ভাই সমিতি নৌ দল। রানার্সআপ হয়েছে নতুন বাহিনী তালেব মেম্বার নোনাছড়ি এবং তৃতীয় হয়েছে ইয়ং টাইগার স্পোর্টিং ক্লাব শ্রীমুরা।
বৃহস্পতিবার দুপুরে রামু বাজারের পূর্বপার্শ্বে বাঁকখালী নদীর তেমুহনী-অফিসেরচর পয়েন্টে ফাইনাল খেলা দেখার জন্য ঢল নামে হাজার হাজার নারী-পুরুষের।
ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন, কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল।
রামু কেন্দ্রীয় নৌকা বাইচ প্রতিযোগিতা পরিচালনা পরিষদের সভাপতি ও ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদুল আলমের সভাপতিত্বে সমাপনী খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ৩০ বিজিবি’র সহকারি পরিচালক মাসুদ রানা, রামু থানা অফিসার ইনচার্জ মো. আবুল খায়ের, ওসি (তদন্ত) এস এম মিজানুর রহমান, চাকমারকুল ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম সিকদার, রাজারকুল ইউপি চেয়ারম্যান মুফিজুর রহমান, রশিদনগর ইউপি চেয়ারম্যান এমডি শাহ আলম, কাউয়ারখোপ ইউপি চেয়ারম্যান মোস্তাক আহমদ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন