চট্টগ্রাম মহানগরীতে উচ্চ শব্দ সৃষ্টিকারী যন্ত্র ব্যবহারের উপর নিষেধাজ্ঞা জারি করেছে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)। এ উদ্যোগের অংশ হিসেবে উচ্চ মাত্রার শব্দ সৃষ্টিকারী মাইক লাউড স্পিকার ব্যবহারের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়। সোমবার এক আদেশে এ নিষেধাজ্ঞা জারি করেন সিএমপি’র কমিশনার মাহাবুবর রহমান। তবে এ নিষেধাজ্ঞা আওতার বাইরে থাকবে ধর্মীয় অনুষ্ঠানসমূহ।
সিএমপি’র কমিশনার মাহাবুবর রহমান বলেন, উচ্চ মাত্রার শব্দের কারণে হৃদরোগ, উচ্চ রক্তচাপসহ নানা ধরণের রোগীর ক্ষতি হয়। এ কারণে স্বাস্থ্য ঝুঁকি সৃষ্টি হয়। এছাড়া শিক্ষার্থীদেরও লেখাপড়ায় সমস্যা হচ্ছে। বেশি কিছু দিন ধরে সমাজের বিভিন্ন স্তর থেকে এ বিষয়ে অভিযোগ পাচ্ছি। তাই সব চিন্তা করে উচ্চ শব্দ নিয়ন্ত্রণে উদ্যোগ নেয়া হয়েছে। তবে এ নিষেধাজ্ঞা আওতার বাইরে থাকবে ধর্মীয় অনুষ্ঠানসমূহ।
বিডি প্রতিদিন/হিমেল