জাতীয় অধ্যাপক প্রফেসর ড. জামিলুর রেজা চৌধুরী বলেছেন, ‘চিকিৎসা সেবায় চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও নবনির্মিত অত্যাধুনিক ইম্পেরিয়াল হাসপাতাল চট্টগ্রাম তথা দেশের জন্য অনেক বড় অর্জন। চক্ষু হাসপাতালের ট্রাস্টি ও অন্ধকল্যাণ সমিতির অনেক অর্জন সম্পর্কে বিদেশের মানুষ জানলেও এদেশের মানুষ হয়তো অবগত নয়। চক্ষু হাসপাতাল ও অন্ধকল্যাণ সমিতি প্রতিষ্ঠার সঙ্গে যারা জড়িত ছিলেন তারা সবাই ধন্যবাদের দাবিদার। এই প্রতিষ্ঠানের মাধ্যমে দেশের কয়েক লাখ মানুষ প্রতিবছর সেবা নিতে পারছেন।’
চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্র (সিইআইটিসি) এবং বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতির (বিএনএসবি) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গত রবিবার রাতে চট্টগ্রাম চক্ষু হাসপাতাল প্রাঙ্গণে সিইআইটিসি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও দৈনিক আজাদী সম্পাদক এম এ. মালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা সেক্রেটারি, সিইআইটিসি’র ম্যানেজিং ট্রাস্টি এবং ইম্পেরিয়াল হাসপাতালের বোর্ড চেয়ারম্যান অধ্যাপক ডা. রবিউল হোসেন। অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ দেশি-বিদেশি ৮ বিশিষ্ট ব্যক্তি ও এক প্রতিষ্ঠানকে সম্মাননা দেয়া হয়। সম্মাননাপ্রাপ্তরা হলেন, জার্মানের রোজি গোলম্যান, সিডনি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফ্রাঙ্ক বিলসন, শ্রীলঙ্কার ডা. আর পারারাজা সেগ্রাম, ভারতের তুলসীরাজ রাভিল্লা, বাংলাদেশের গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরল্লাহ চৌধুরী, জাতীয় অধ্যাপক ব্রিগেডিয়ার (অব) ডা. এম এ মালেক, সাবেক মন্ত্রী ডা. এম এ মতিন (মরণোত্তর) এবং সাবেক মন্ত্রী জহুর আহমদ চৌধুরী (মরণোত্তর)। আর প্রতিষ্ঠান হিসেবে সম্মাননা পেয়েছে অরবিস ইন্টারন্যাশনাল। প্রধান অতিথি সম্মাননা প্রাপ্তদের হাতে গোল্ড মেডেল ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, একুশে পদকপ্রাপ্ত পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সুফি মিজানুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডা. কনক কান্তি বড়ুয়া, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার, সাবেক উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহাতাব উদ্দিন চৌধুরী, লায়ন গভর্নর কামরুন মালেক, প্রাক্তন লায়ন গভর্নর রূপম কিশোর বড়ুয়া, প্রাক্তন রোটারি গভর্নর অধ্যাপক তৈয়ব চৌধুরী ও অধ্যাপক ডা. তাহমিনা বানু প্রমুখ। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন ডা. নুরুল আমিন চৌধুরী। এর আগে সকালে চক্ষু হাসপাতালের ইমরান সেমিনার হলে এক সেমিনার অনুষ্ঠিত হয়। সকালে ইম্পেরিয়াল হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন ডেইলি স্টার সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ডা. প্রাণ গোপাল দত্ত, বিএফইউজের সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল, ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, আমাদের নতুন সময়ের সম্পাদক নাঈমুল ইসলাম খান, সমকালের ভারপ্রাপ্ত সম্পাদক মুস্তাফিজ শফি প্রমুখ।
বিডি প্রতিদিন/এ মজুমদার/রেজা মুজাম্মেল