‘রক্তঝরা আটই ফাগুন, অহংকারের দীপ্ত আগুন’ শিরোনামে মহান ভাষা আন্দোলনে শহীদদের স্মরণে এবং সকল ভাষা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সোমবার নগরীর জেলা শিল্পকলা একাডেমিতে শুরু হয়েছে দুই দিনের বর্ণাঢ্য আবৃত্তি উৎসব। সম্মিলিত আবৃত্তি জোট চট্টগ্রাম এর আয়োজনে বিকাল ৫ টায় শিল্পকলার অণিরুদ্ধ মুক্তমঞ্চে আকাশে রঙিন বেলুন উড়িয়ে উৎসব উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শিরীণ আখতার।
সম্মিলিত আবৃত্তি জোটের সভাপতি অঞ্চল চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী আয়োজনে বিশেষ অতিথি ছিলেন কবি ও সাংবাদিক ওমর কায়সার এবং চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির কার্যকরী পরিষদ সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু। জোটের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলামের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন জোটের সহ-সভাপতি ফারুক তাহের। এরপর জোটভূক্ত দলগওলোর শতশিল্পীর সমবেত কণ্ঠে ‘বঙ্গভূমি মাতৃভূমি’ শিরোনামে বৃন্দ আবৃত্তির মধ্য দিয়ে শুরু হয় আবৃত্তিপর্ব।
আবৃত্তিশিল্পী রণধীর দে, মৌসুমি চক্রবর্ত্তী, জেবুন নাহার শারমিন ও ঐশী পালের উপস্থ্পনায় এরপর উৎসবে বৃন্দ আবৃত্তি পরিবেশন করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আবৃত্তি মঞ্চ, স্বপ্নযাত্রী এবং বৈখরী আবৃত্তি আলয়। দ্বৈত আবৃত্তি পরিবেশন করেন দেবলীনা চৌধুরী (বোধন আবৃত্তি পরিষদ, চট্টগ্রাম) ও তাহসিন ইশরাক তানহা (অঙ্গন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়), মিথিলা মারমা (স্বপ্নযাত্রী) ও হিমেল মিত্র (বৈখরী আবৃত্তি আলয়) এবং ¯িœগ্ধা শিকদার (একুশ মানবিকতা ও আবৃত্তি চর্চা কেন্দ্র) ও ফরহাদ হাসান (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আবৃত্তি মঞ্চ)। একক আবৃত্তি করেন মিলি চৌধুরী (শৈশব বাচিক চর্চা কেন্দ্র), আসাদ উজ্জ্বল (চট্টগ্রাম আবৃত্তি একাডেমি), বনকুসুম বড়–য়া নুপুর (দৃষ্টি চট্টগ্রাম), সাহেদুল ইসলাম (পান্ডুলিপি আবৃত্তি দল), সুপ্রিয়া চৌধুরী (চট্টলা আবৃত্তি একাডেমি), শরীফুন নেছা (বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রাম), ইমতিয়াজ আহমেদ (স্বপ্নযাত্রী), সারওয়ার আলম (অঙ্গন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়) এবং টুটুল দেবনাথ (একুশ মনবিকতা ও আবৃত্তি চর্চা কেন্দ্র)।
কবি আলী প্রয়াসের সঞ্চালনায় উৎসবে কবিতা ও ছড়াপাঠ করেন মোহীত উল আলম, স্বপন দত্ত, মহীবুল আজিজ, আ ফ ম মোদাচ্ছের আলী এবং অরুন শীল। উৎসবের দ্বিতীয় ও সমাপনী দিনে থাকছে শোভাযাত্রা, আবৃত্তিশিল্পী রণজিৎ রক্ষিত স্মৃতিসভা, একক ও বৃন্দ আবৃত্তি এবং কবিতাপাঠ। দ্বিতীয়দিন প্রধান অতিথি থাকবেন বরেণ্য সমাজবিজ্ঞানী ড. অনুপম সেন। বিশেষ অতিথি থাকবেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক হাসিনা জাকারিয়া এবং চট্টগ্রাম প্রেসক্লাব সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ।
বিডি প্রতিদিন/এ মজুমদার/ফারুক তাহের