মহাযোগীরাজ শ্রীমৎ স্বামী গুরুদাশ পরমহংসদেব (ফকির) বাবাজীর পরম পূণ্যময় ২০৫তম অবির্ভাব ও ১২৩তম তিরোভাব তিথি উপলক্ষে মাঘী পূর্ণিমা উৎসব ফটিকছড়ি সুয়াবিল সিদ্ধাশ্রম মঠে নানান অয়োজনের মধ্য দিয়ে শেষ হয়েছে।
অনুষ্ঠান মালার মধ্যে ছিল ঊষাকির্তন মঙ্গলারতী, গীতাপাঠ, ধর্ম সভা, ধর্মীয় সংগীতাঞ্জলী, অধিবাস কীর্তন ও মহানাম সংকীর্তন। দুই দিনব্যাপী অনুষ্ঠানে পৌরহিত্য করেন সুয়াবিল সিদ্ধাশ্রম মঠের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী দেবানন্দ মহারাজ। পার্থ ঘোষের সঞ্চালনায় ধর্ম সভায় উদ্বোধক ছিলেন বাবু সজল বড়ুয়া। প্রধান অতিথি ছিলেন বাবু নির্মল কান্তি দেবনাথ।
উপস্থিত ছিলেন উজ্জালানন্দ ব্রক্ষ্মচারী, মনোরঞ্জন আইচ, প্রদীপ রায়, সুমন বনিক, দীপু বনিক, বনফুল বনিকসহ আরো অনেকে। সন্ধ্যায় গুরুদাশ পরমহংস বাবাজীর জীবনালোকে ভক্তিমূলক সংগীতাঞ্জলি পরিবেশন করা হয়। এতে সংগীত পরিবেশনা করেন বেতার ও টিভির খ্যাতিমান শিল্পী শিমুল শীল, সুজন ভট্রাচায্য, জিয়া উদ্দীন বাদশা, মৃদুল শীল, লিটন সুত্রধর।
বিডি-প্রতিদিন/মাহবুব