হাটহাজারী উপজেলার গড়দুয়ারা ইউনিয়নের লোহারপুল বাজারের মা এন্টারপ্রাইজ নামক একটি ঘি তৈরির কারখানায় ডালডা, পামওয়েল, রং, ফ্লেভার এবং ক্যামিকেল দিয়ে বাটার ওয়েল তৈরি করায় প্রায় ৩০০ লিটার ভেজাল বাটার ঘি জব্দ করা হয়। রবিবার দুপুরে হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রুহুল আমীনের নেতৃত্বে পরিচালিত অভিযানে ভেজাল বাটার ঘি জব্দ করা হয়।
হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রুহুল আমীন বলেন, অভিযানকালে দেখা যায় ডালডা, পামওয়েল, রং, ফ্লেভার এবং ক্যামিকেল দিয়ে বানানো হচ্ছিল বাটার ওয়েল। তাছাড়া প্রতিষ্ঠানটির লাইসেন্স আছে ভেজিটেবল ঘি বানানোর। তার লাইসেন্সে উল্লেখ রয়েছে ‘থ্রি স্টার গোল্ড’ নামের ঘি’র। কিন্তু সে এক লাইসেন্সের আড়ালে বিভিন্ন ব্র্যান্ডের ভেজাল বাটার ওয়েল বানাচ্ছে। যেটা আসলে রঙ কেমিক্যাল আর ডালডার মিশ্রণ। তাই ৩০০ লিটার ভেজাল ঘি জব্দ করা হয়।’
বিডি প্রতিদিন/এ মজুমদার