বিপুল পরিমান ইয়াবা বিক্রির টাকা ও ইয়াবাসহ দুই রোহিঙ্গাকে গ্রেফতার করেছে র্যাব-৭। গ্রেফতারকৃতরা হলেন শওকত ইসলাম ও তার স্ত্রী মরজিনা।
সোমবার সকালে নগরীর চান্দগাঁও আবাসিক এলাকার বি ব্লকে এ অভিযান চালানো হয়।
র্যাব-৭ সহকারি পরিচালক মাহমুদুল হাসান মামুন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চান্দগাঁও আবাসিকের এলাকার একটি বাসায় অভিযান চালানো হয়। অভিযানে ইয়াবা বিক্রির ১ কোটি ১৭ লাখ টাকা ও ৫৩শ' পিস ইয়াবা জব্দ করা হয়। গ্রেফতারকৃত দুই জনই রোহিঙ্গা নাগরিক। তারা অবৈধ ভাবে বসবাস করে ইয়াবা ব্যবসা করে আসছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
বিডি প্রতিদিন/হিমেল