প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির মামলায় গ্রেপ্তারকৃত মাদ্রাসা ছাত্র জামিল হোসেনের (২১) একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন চট্টগ্রামের একটি আদালত।
আজ মঙ্গলবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এই রিমান্ডের এ আদেশ দিয়েছেন বলে জানান রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন।
এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করায় রাউজান থানায় মামলা করেন রাউজান পৌরসভার প্যানেল মেয়র ও উপজেলা যুবলীগ সভাপতি জমির উদ্দিন পারভেজ।
এরপর রাতেই অভিযান চালিয়ে কটূক্তিকারি সেই মাদ্রাসা ছাত্র জামিলকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার জামিল হোসেন (২১) উপজেলার কদলপুর ইউনিয়নের মধ্যম কদলপুর গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে।
বিডি প্রতিদিন/আবু জাফর