চট্টগ্রামে অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। অভিযানে মাদক পরিবহনের কাজে ব্যবহার করা একটি মিনি ট্রাক জব্দ করা হয়।
শুক্রবার ভোর রাতে নগরীর কর্ণফুলী টোল প্লাজা এলাকা থেকে মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, মনির ও সুমন।
সিআইডি’র বিশেষ পুলিশ সুপার শাহ নেওয়াজ খালেদ বলেন, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা কক্সবাজার থেকে ইয়াবার চালান নিয়ে নারায়ণগঞ্জে যাচ্ছিল। গোপন সূত্রে এ তথ্য পেয়ে অভিযান চালিয়ে মিনি ট্রাক জব্দ করা হয়। ওই ট্রাকে তল্লাশি চালিয়ে ২০ হাজার পিস ইয়াবা জব্দ এবং গ্রেফতার করা হয় দুই মাদক ব্যবসায়ীকে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন