চট্টগ্রামে বন্ধুর ছুরিকাঘাতে সাবিদুল ইসলাম সাজ্জাদ নামে এক যুবক খুন হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে সাতকানিয়া থানাধীন বিওসি মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সাজ্জাদ চন্দনাইশ উপজেলার দোহাজারী এলাকার বাসিন্দা।
সাতকানিয়া থানার ওসি আনোয়ার হোসেন বলেন, নিহত সাজ্জাদ ও ঘটনার মূল অভিযুক্ত রবিউল ইসলাম বন্ধু। দীর্ঘদিন ধরে তাদের মধ্যে মনোমালিন্য চলছিল। বৃহস্পতিবার দুপুরে দোহাজারি বাজার এলাকায় দু'জনের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জের ধরে রাতে সাজ্জাদ বন্ধুদের নিয়ে রবিউলকে মারতে আসেন।
তিনি আরও জানান, এসময় রবিউলকে আঘাত করার জন্য ছুরি বের করলে তা কেড়ে নিয়ে সাজ্জাকে আঘাত করে। এতে মারাত্বক ভাবে আহত হয় সাজ্জাদ। পরে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। ঘটনার পর থেকে রবিউল পলাতক রয়েছে।
বিডদি-প্রতিদিন/আব্দুল্লাহ