চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি কারখানার ম্যাগনেটিক বেল্ট কনভেয়র ছিঁড়ে একজন শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।
শুক্রবার সকালে সীতাকুণ্ড এলাকার জিপিএইচ ইস্পাত কারখানায় এ ঘটনা ঘটে।
নিহত শ্রমিকের নাম মো. মোস্তাফা। আর আহত ব্যক্তির নাম মো. রাশেদ।
সীতাকুণ্ড থানার ওসি ফিরোজ হোসেন মোল্লা বলেন, শুক্রবার সকালে জিপিএইচ ইস্পাত কারখানার ম্যাগনেটিক বেল্ট কনভেয়র ছিঁড়ে যায়। এতে দুই শ্রমিক মারাত্মকভাবে আহত হন।
তাদের মধ্যে একজন মারা যান। আহত আরেকজনের অবস্থা আশঙ্কাজনক। তাকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়ে বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/এমআই