সীতাকুণ্ডে অপহরণের ৩ দিন পর স্থানীয় যুবদল নেতা মো. জামশেদের (৩৮) বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার বিকেল ৩টার দিকে সীতাকুণ্ডের দক্ষিণ-পশ্চিম সৈয়দপুরের সাগর পাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
তিনি উপজেলার মুরাদনগর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি ছিলেন বলে নিশ্চিত করেছেন চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দিপ্তী।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন মোল্লা বলেন, গত বুধবার থেকে জামশেদের খোঁজ না পেয়ে তার স্ত্রী রুবি খানম বৃহস্পতিবার থানায় অপহরণ মামলা করেন। এরপর থেকে আমরা অভিযান শুরু করি। শনিবার বিকেলে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।
জামশেদের স্ত্রী রুবি খানম জানান, গত ৭ নভেম্বর চট্টগ্রাম শহরে যান রাশেদ। ১১ নভেম্বর বিকেলের দিকে জামশেদ তাকে ফোন করে বলেন, সঙ্গে কয়েকজন লোক আছেন রাতে বাসায় গিয়ে তারা ভাত খাবেন। এ জন্য জামশেদ স্ত্রীকে রান্নাও করতে বলেন।
কিন্তু সন্ধ্যার পর থেকে তার মুঠোফোনটি বন্ধ পান স্ত্রী। পরে ১২ নভেম্বর জামশেদের স্ত্রী থানায় একটি অপহরণ মামলা করেন। তারা সীতাকুণ্ডের মুরাদপুর হাসনাবাদ এলাকায় থাকতেন।
বিডি প্রতিদিন/আবু জাফর