চট্টগ্রামের সীতাকুণ্ডে ‘নিখোঁজ’ হওয়ার তিন দিন পর মো. জামশেদ (৩২) নামে যুবদলের এক নেতার বস্তাবন্দী গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। জামশেদ উপজেলার মুরাদপুর ইউনিয়নের হাসনাবাদ এলাকার নুরুজ্জামানের ছেলে এবং হাসনাবাদ ওয়ার্ড যুবদলের যুগ্ম-সম্পাদক ছিলেন।
শনিবার বিকেল ৩টার দিকে উপজেলার বশতনগর সমুদ্র উপকূল থেকে পুলিশ ওই মরদেহ উদ্ধার করে।
সীতাকুণ্ড মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) হারুন জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে বশতনগর সাগর উপকূল থেকে আমরা একটি বস্তাবন্দী লাশ উদ্ধার করি। পরে জামশেদের ভাই মোহাম্মদ নাছির এটিকে তিনদিন আগে নিখোঁজ হওয়া তার ভাইয়ের লাশ বলে চিহ্নিত করেন। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন