চট্টগ্রাম নগরীতে যুবলীগ কর্মী মারুফ চৌধুরী হত্যা মামলার প্রধান আসামি মো. রমজান আলীকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ। আজ মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ এলাকার একটি আবাসিক হোটেল থেকে তাকে গ্রেফতার করা হয়।
এর আগে নগরীর আগ্রাবাদ এলাকায় যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান আয়োজনকে কেন্দ্র করে কাঠের বাটাম দিয়ে আঘাত করে যুবলীগ কর্মী জাহাঙ্গীর আলম মিন্টু প্রকাশ মারুফ চৌধুরীকে আঘাত করে।
মামলার তদন্ত কর্মকর্তা ও ডবলমুরিং থানার উপ-পরিদর্শক (এসআই) অর্নব বড়ুয়া বলেন, কাঠের বাটাম দিয়ে আঘাতের পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জাহাঙ্গীর আলম মিন্টু প্রকাশ মারুফ চৌধুরী। ঘটনার পর অভিযুক্তরা পালিয়ে যায়। রমজানকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
তিনি আরও বলেন, মারুফের বোন রোজি চৌধুরী বাদী হয়ে ডবলমুরিং থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় রমজান, আগ্রাবাদ এলাকার কিশোর গ্যাং লিডার মোস্তফা কামাল টিপুসহ মোট সাতজনকে আসামি করা হয়। ঘটনার পর এলাকা থেকে গা ঢাকা দিয়েছেন মোস্তফা কামাল টিপুসহ অভিযুক্তরা।
বিডি প্রতিদিন/আবু জাফর