চট্টগ্রামে হাটহাজারীতে বাসের চাকায় পিষ্ট হয়ে এক পথচারীর মৃত্যুর ঘটনায় চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কে কয়েক ঘণ্টা যানচলাচল বন্ধ ছিল। এতে সাধারণ যাত্রীরা পড়ে যান চরম ভোগান্তিতে। নিহত মুসা সওদাগর নামের এই পথচারীর মৃত্যুর ঘটনায় উপজেলার বড়দীঘির পাড় এলাকায় বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করে রাখে।
ঘটনাস্থলে জনতা দুর্ঘটনার জন্য দায়ী বাসটি আটকে রাখলেও চালক ও সহযোগী পালিয়ে যান। নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে পুলিশের আশ্বাসে অবরোধ সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। মঙ্গলবার হাটহাজারী উপজেলায় এ ঘটনা ঘটে বলে জানান চট্টগ্রাম-নাজিরহাট-খাগড়াছড়ি বাস মিনিবাস মালিক সমিতির প্রচার সম্পাদক মোহাম্মদ শাহজাহান।
জানা গেছে, মঙ্গলবার সকালের দিকে দ্রুত গতির একটি বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নির্মমভাবে প্রাণ হারান টেরিবাজারের ব্যবসায়ী, উত্তর মাদার্শা এলাকার বাসিন্দা মুসা সওদাগর। এসময় বিক্ষুব্ধ জনতা রাস্তা ব্যরিকেড দিলে চট্টগ্রাম-খাগড়াছড়ি, চট্টগ্রাম-রাঙামাটি, চট্টগ্রাম-হাটহাজারী রুটের বিপুলসংখ্যক যানবাহন আটকা পড়ে।
হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মাসুম বলেন, বাসচাপায় একজন পথচারী নিহতের ঘটনায় বিক্ষুব্ধ জনতা জড়ো হওয়ায় মহাসড়কে যানচলাচল বন্ধ হয়ে পড়েছিল। খবর পাওয়ার সাথে সাথে পুলিশ তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।
বাস মিনিবাস মালিক সমিতির প্রচার সম্পাদক মোহাম্মদ শাহজাহান আরো বলেন, নাজিরহাট থেকে তৈরি পোশাক কারখানার কর্মীদের রিজার্ভ ভাড়া নিয়ে বাসটি (চট্টমেট্রো জ ১১-১৭২৮) চট্টগ্রাম শহরের দিকে যাওয়ার সময় একটি সিএনজি অটোরিকশার সঙ্গে ধাক্কা খেয়ে একজন পথচারী বাসের নিচে চাপা পড়েন। এ সময় বিক্ষুব্ধ জনতা প্রায় দুই ঘণ্টা সড়ক অবরোধ করে রাখলে তীব্র যানজটের সৃষ্টি হয়। দুর্ভোগে পড়েন হাজারো যাত্রী।
বিডি প্রতিদিন/এ মজুমদার