চট্টগ্রামের রাউজান উপজেলার মদুনাঘাট এলাকায় ছাদে কাপড় শুকাতে রশি লাগাতে গিয়ে তিন তলা ভবন থেকে পড়ে মো. সৈয়দ নুর (২৪) নামে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার সকালে এ ঘটনা ঘটে। নিহত সৈয়দ নুর (২৪) বাশঁখালির পশ্চিম বড়গুনার ৯নং ওয়ার্ডের নুরুল আবছারের ছেলে। সে মদুনাঘাট এলাকার ইউনুছিয়া মাদ্রাসার উলা প্রথম বর্ষের ছাত্র।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) পুলিশ ফাঁড়ির সহকারী উপ পরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার বলেন, ‘রাউজান থানাধীন মদুনাঘাট এলাকার ইউনুছিয়া মাদ্রাসার ছাত্র সৈয়দ নুর তিন তলা ভবনের ছাদে কাপড় শুকাতে রশি লাগাতে গিয়ে ছাদ থেকে নিচে পড়ে যায়। গুরুতর আহত অবস্থায় চমেক হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
বিডি প্রতিদিন/এ মজুমদার