২০ জানুয়ারি, ২০২১ ১৮:৪২

'চট্টগ্রাম নগরীর বর্জ্য অপসারণে পরিকল্পনা গ্রহণ করা হবে'

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

'চট্টগ্রাম নগরীর বর্জ্য অপসারণে পরিকল্পনা গ্রহণ করা হবে'

চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নির্বাচনে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মনোনীত মেয়র প্রার্থী মাওলানা ওয়াহেদ মুরাদ বলেছেন, চট্টগ্রাম নগরীর সড়ক পার্শ্বে যত্রতত্র ময়লা-আবর্জনার স্তুপ দৃশ্যমান হয়ে থাকে। যা পরিবেশ দূষণসহ মারাত্মক রোগ-ব্যাধির বিস্তার ঘটিয়ে থাকে। যেগুলো অপসারণে সুনির্দিষ্ট কোন নিয়ম-কানুন মানা হয় না। উপরন্তু দিনের বেলায় এসব অপসারণ করতে গিয়ে যাত্রী সাধারণের চলাচলে বিঘ্নতা সৃষ্টিসহ বহুমাত্রিক বিপত্তি ঘটিয়ে থাকে। তাই নির্বাচিত হলে রাত্রিবেলায় বর্জ্য অপসারণসহ প্রয়োজনীয় কার্যকর পরিকল্পনা উদ্যোগ গ্রহণ করা হবে। তাই চসিক নির্বাচনে মেয়র পদে চেয়ার মার্কায় ভোট দেয়ার জন্য আহবান জানাই।

বিকালে চসিক নির্বাচনে ইসলামিক ফ্রন্ট মনোনীত মেয়র প্রার্থী নগরের পাহাড়তলী ও আকবর শাহ থানার বিভিন্ন এলাকায় গণসংযোগকালে তিনি এ সব কথা বলেন। 

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের সিনিয়র সহ-সাধারণ সম্পাদক মাওলানা নাছির উদ্দীন আনোয়ারী, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদ আলী, মাওলানা জিয়াউল হক বিপ্লবী, মোহাম্মদ দিদারুল আলম, আবুল হাশেম মুহাম্মদ রাশেদ, মুহাম্মদ মুনির উদ্দীন, মুহাম্মদ সিহাব, মুহাম্মদ রাসেল, মুহাম্মদ রিদুয়ান, মুহাম্মদ ইমরান প্রমুখ।

বিডি প্রতিদিন/ মজুমদার 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর