চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি ভবনসমূহে সুপেয় পানির তীব্র সংকট নিরসনে যাবতীয় সহায়তার আশ্বাস দিয়েছেন চট্টগ্রাম ওয়াসার এমডি ইঞ্জিনিয়ার এ কে এম ফজলুল্লাহ্। আইনজীবী ভবনসমূহে সুপেয় পানির তীব্র সংকট নিরসনে জরুরী ভিত্তিতে ওয়াসার নতুন সংযোগ এবং বকেয়া বিলের কিস্তি সুবিধা প্রদানের অনুরোধের প্রেক্ষিতে ওয়াসার এমডি তা দ্রুত বাস্তবায়নের জন্য ওয়াসার সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশ দেন।
মঙ্গলবার চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দরা চট্টগ্রাম নগরীর দামপাড়া ওয়াসা ভবনের এমডির কার্যালয়ে এক মতবিনিময় সভায় মিলিত হন। এসময় ওয়াসার এম.ডি ফজলুল্লাহ ছাড়াও অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়াসার উপ ব্যবস্থাপনা পরিচালক (অর্থ) শামসুল আলম, উপসচিব মোহাম্মদ নাজিম উদ্দিন, ওয়াসার আইনজীবী এডভোকেট জিয়া হাবীব আহ্সান। অন্যদিকে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সাবেক জেলা পিপি মো. এনামূল হক, সিনিয়র সহসভাপতি এডভোকেট সৈয়দ আনোয়ার হোসেন, এ জি এস এডভোকেট আবদুল আল মামুন, পাঠাগার সম্পাদক এডভোকেট নজরুল ইসলাম, অফিস কর্মকর্তা শ্রীরূপ দাশ প্রমুখ।
বিডি প্রতিদিন/আল আমীন