চট্টগ্রামে ধানক্ষেত থেকে মো. শাকিল নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে কর্ণফুলী থানাধীন চরলক্ষ্যা ইউনিয়ন থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত শাকিল পটিয়া বড়লিয়া ইউনিয়নের বেলখাইন এলাকার মো. নাজিমের ছেলে।
কর্ণফুলী থানার ওসি দুলাল মাহমুদ বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ধানক্ষেত থেকে ওই কিশোরের লাশ উদ্ধার করা হয়। তার গলায় আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে।
পরিবারের বরাত দিয়ে ওসি জানান, শাকিল পুরাতন ব্রিজ এলাকায় একটি দোকানে চাকরি করতেন। শুক্রবার বিকালে বাসা থেকে বের হন। বাসায় ফিরে না আসায় রাতে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে পরিবার। সকালে স্থানীয়রা ধানক্ষেতে তার লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
বিডি প্রতিদিন/আবু জাফর