চট্টগ্রাম নগরীর আগ্রাবাদে নালায় পড়ে বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া এক ছাত্রী নিখোঁজ হয়েছেন। ফায়ার সার্ভিসের টিম নিখোঁজ ছাত্রীর সন্ধানে নালায় তল্লাশি চালাচ্ছে। সোমবার রাত ১০টার দিকে নগরীর ডবলমুরিং থানার আগ্রাবাদে জেক্স মার্কেটের সামনে নালায় পড়ে যান ওই ছাত্রী।
জানা গেছে, নিখোঁজ সেহেরীন মাহবুব সাদিয়া (১৯) চট্টগ্রামের আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী। তার বাসা নগরীর হালিশহর থানার বড়পোল এলাকায় শুক্কুর মেম্বারের বাড়িতে। বাবা মোহাম্মদ আলী প্রবাসী। তবে বর্তমানে দেশে আছেন। দুই ভাই ও দুই বোনের মধ্যে সেহেরীন সবার বড়।
ঘটনাস্থলে থাকা ডবলমুরিং থানার উপপরিদর্শক (এসআই) অর্ণব বড়ুয়া গণমাধ্যমকে জানান, মামার সঙ্গে আগ্রাবাদ শাহজালাল চশমা মার্কেটে চশমা কিনতে এসেছিলেন সেহেরীন। ফুটপাত দিয়ে হেঁটে যাওয়ার সময় অসতর্কতাবশত নালায় পড়ে যান।
ঘটনাস্থলে থাকা ডবলমুরিং থানার পরিদর্শক (তদন্ত) মাসুদ রানা গণমাধ্যমকে বলেন, সন্ধ্যায় বৃষ্টির পর নালায় পানি জমে আছে। ময়লা-আবর্জনাও আছে। নালার পাশে কোনো রিটেইনিং ওয়াল নেই। ফুটপাত দিয়ে হেঁটে যাওয়ার সময় নালা বুঝতে না পেরে সম্ভবত পড়ে যান।
বিডি-প্রতিদিন/শফিক