চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন রানী আকতার (৬২) নামে এক নারী। শুক্রবার সকালে রাউজান উপজেলার চট্টগ্রাম-কাপ্তাই সড়কে এ ঘটনা ঘটে। নিহত রানী উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নের মো ইউসুফের স্ত্রী।
নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ জয়নাল আবেদীন বলেন, সকালে নোয়াপাড়া পথেরহাট এলাকায় ডাক্তার দেখাতে যান রানী। ডাক্তার দেখিয়ে রাস্তা পার হওয়ার সময় একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন তিনি।
বিডি প্রতিদিন/এএম