চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি)’র শাটল ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার বিকেলে নগরীর বালুছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ষোলশহর রেল স্টেশনের ইনচার্জ মো. ফখরুল বলেন, শাটল ট্রেনটি বালুছড়া পার হওয়ার সময় শিশুটি ট্রেনের এক ছাদ থেকে অন্য ছাদে যাওয়ার জন্য লাফ দেয়। এসময় শিশুটি নিচে পড়ে যায়। এতে তার মাথা ও বিভিন্ন অঙ্গ শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। এখনো ওই শিশুর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
বিডি প্রতিদিন/এএম