চট্টগ্রামে অভিযান চালিয়ে প্রায় সাড়ে তিন কেজি আফিসসহ এক যুবককে গ্রেফতার করেছে র্যাব-৭। গ্রেফতার হওয়া ওই মাদক ব্যবসায়ীর নামে বাবু মারমা। রবিবার সকালে জেলা রাঙ্গুনীয়া থানাধীন দশ মাইল এলাকা থেকে আফিমের এ চালান জব্দ করা হয়।
র্যাব-৭ সহকারি পরিচালক মো নুরুল আবছার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দশ মাইল এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে আফিমসহ বাবু মারমাকে গ্রেফতার করা হয়। পরে একটি শপিং ব্যাগ থেকে ৩ কেজি ৪৫০ গ্রাম আফিম জব্দ করা হয়।
তিনি বলেন, দীর্ঘ দিন ধরে বাবু পার্বত্য জেলা বান্দরবনের মাদক ব্যবসায়ী থেকে আফিম সংগ্রহ করে বিভিন্ন কৌশলে ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলের মাদক ব্যবসায়ীদের কাছে বিক্রয় করে আসছে। অভিন্ন কায়দায় পাচারের পথে আফিমগুলো জব্দ করা হয়। জব্দকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৩ কোটি ৪৫ লক্ষ টাকা।
বিডি প্রতিদিন/এএম