চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দ্রুত পিসিআর মেশিন বসানোর অনুরোধ জানিয়েছেন চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম।
রবিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জাহিদ মালেক এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলীকে চিঠি দিয়ে এ আহ্বান জানান তিনি।
চিটিতে চেম্বার সভাপতি বলেন, সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি ৭৫ লাখ প্রবাসী মধ্যে প্রায় ৭৫ শতাংশ প্রবাসী বৃহত্তর চট্টগ্রামের। প্রবাসীদের জন্য আমিরাত সরকারের নতুন নিয়মের কারণে চট্টগ্রামে আটকা পড়েছেন প্রায় এক লাখ প্রবাসী। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পিসিআর ল্যাব স্থাপনে সময়ক্ষেপণের কারণে চট্টগ্রামের প্রবাসীরা ভোগান্তিতে পড়েছেন।
ল্যাব স্থাপনে বিলম্বের ফলে খেসারত দিচ্ছেন এ বিমানবন্দর দিয়ে যাতায়াত করা দেশে এসে আটকে পড়া প্রবাসীরা। তাই বৃহত্তর চট্টগ্রামে আটকে পড়া লাখো প্রবাসীর সংযুক্ত আরব আমিরাতে কাজে যোগদানে সহায়তার লক্ষ্যে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অতি দ্রুত পিসিআর মেশিন বসানোর ব্যবস্থা নিতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রীর প্রতি বিশেষ অনুরোধ জানান।
বিডি প্রতিদিন/আবু জাফর