চট্টগ্রাম নগরীতে ট্রাক চাপায়য় শামসুল আলম নামে এক মোটরসাইকেল আরোহি নিহত হয়েছেন। সোমবার দুপুরে নগরীর বায়েজীদ থানাধীন শেরশাহ বাংলাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বায়েজিদ থানার ওসি মোহাম্মদ কামরুজ্জামান বলেন, বাংলাবাজার এলাকায় একটি দ্রুতগতির ট্রাক মোটরসাইলকে চাপা দেয়। এতে শামসুল আলম নামে মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। পুলিশ ট্রাক চালক শাহীনকে গ্রেফতার করেছে। জব্দ করেছে ট্রাকটি।
বিডি প্রতিদিন/এএ