চট্টগ্রামে অভিযান চালিয়ে দেশি-বিদেশি অস্ত্র-মাদকসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৭। রবিবার রাতে জেলার জোরারগঞ্জ থানাধীন কাটাছড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন-মো. নুরুল্লাহ ও নাইমুল ইসলাম শুভ। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৭ সহকারী পরিচালক নুুরুল আবছার।
তিনি বলেন, রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কাটাছড়া এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে তিন দেশি-বিদেশি রিভলবার, ২০১ রাউন্ড গুলি, ইয়াবা এবং বিদেশি মদ জব্দ করা হয়। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই