চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের ওয়ানস্টপ ইমার্জেন্সি কেয়ারের (ওএসইসি) টয়লেট থেকে এক নবজাতককে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার ভোর ৫টায় নবজাতকটি উদ্ধার করেন হাসপাতালের এক নার্স।
মঙ্গলবার এটি নিশ্চিত করেছেন ইমারজেন্সি ইউনিটের দায়িত্বরত অনারারি মেডিকেল অফিসার ডা. রায়হান চৌধুরী। তিনি বলেন, শিশুটিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নবজাতক ওয়ার্ড। শিশুটির বাবা-মায়ের পরিচয় পাওয়া যায়নি।
বিডি প্রতিদিন/এএম