চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বাগানবাজার এলাকায় আগুনে দগ্ধ হয়ে মুজিবুল হক (৪০) নামে এক মানসিক প্রতিবন্ধীর মৃত্যু হয়েছে। বুধবার রাতে বাগান বাজার গার্ডের দোকান এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আগ্রাবাদ ফায়ার সার্ভিস স্টেশন কন্ট্রোল রুমের ডিউটি অফিসার ইফতেখার উদ্দিন বলেন, আগুনের খবর পেয়ে রামগড় ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে একটি ঘর পুড়ে গেছে। ঘর থেকে বের হতে না পারায় মানসিক প্রতিবন্ধী মুজিবুল হক আগুনে পুড়ে ঘটনাস্থলেই মারা গেছেন। তিনি বলেন, সিগারেটের আগুন থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/এএম