চট্টগ্রামে শপথ গ্রহণ করেছেন পটিয়া ও আনোয়ারা উপজেলার ২২টি ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যানরা।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান।
তবে মামলা জটিলতায় পটিয়ার কাশিয়াইশ ইউনিয়নের চেয়ারম্যান মো. আবুল কাশেমকে শপথবাক্য পাঠ করানো হয়নি। এছাড়া অসুস্থতার কারণে উপস্থিত হতে পারেননি আনোয়ারার পরৈকোড়া ইউনিয়নের চেয়ারম্যান মামুনুর রশীদ চৌধুরী।
শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসনের উপ পরিচালক (স্থানীয় সরকার) বদিউল আলম, আনোয়ারা উপজেলা নির্বাহী অফিসার শেখ জুবায়ের ও পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন