চট্টগ্রাম নগরের লালখানবাজার এলাকায় ইংরেজিতে সাইনবোর্ড ঝুলানোর অপরাধে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলীর নেতৃত্বে পরিচালিত অভিযানে এ জরিমানা করা হয়।
অভিযানে লালখানবাজার মোড় সংলগ্ন লাইফ স্টাইল ফ্যাশন ওয়্যারকে পাঁচ হাজার টাকা ও কমপ্লিট কিচেনকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী বলেন, নির্দেশনা না মেনে প্রতিষ্ঠানে অনেকেই ইংরেজিতে সাইনবোর্ড ঝুলিয়েছেন। অভিযানে দু’টি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। চসিকের উদ্যোগে এ অভিযান অব্যহত থাকবে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন