চট্টগ্রাম নগরীর পটিয়ার মনসা চৌমুহনী এলাকায় রাস্তা পাশে পড়ে থাকা এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে বুধপুরা বাজার সড়ক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত যুবকের নাম নূর আলম (৩৪)।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে রক্তাক্ত জখম অবস্থায় নূর আলম নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মাথায় আঘাতের চিহৃ থাকায় থানায় হত্যা মামলা হবে।
ঘটনাস্থলে থাকা পটিয়া থানার এসআই সঞ্জয় বলেন, সকাল সাড়ে ৯টার দিকে যুবকের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। সাড়ে দশটার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ