চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের এক হাজতির মৃত্যু হয়েছে। নিহত ওই হাজতির নাম বিভুতিভুষণ ভৌমিক (৬০)। তার হাজতি নম্বর ২১৪৩৯/২১। শনিবার রাতে কারাগার থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারগারের জেলার দেওয়ান মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, হাজতি বিভুতিভুষণ ভৌমিক দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলন। শনিবার রাতে তার শারীরিক অবস্থার অবনতি হলেও কারাগার থেকে চমেক হাসপাতালে পাঠানো হয়। এসময় চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করা হয়। রবিবার ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম