চট্টগ্রামে অভিযান চালিয়ে তিনটি ওয়ান শুটারসহ এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতার হওয়া ওই অস্ত্র ব্যবসায়ীর নাম সাহাব উদ্দিন। শনিবার রাতে জেলার বাঁশখালী উপজেলার হালিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-৭ সহকারী পরিচালক নুরুল আবছার বলেন, হালিয়াপাড়া এলাকায় এই অস্ত্র ব্যবসায়ী অবস্থান করছে, এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে তিনটি ওয়ান শুটার, ৮ রাউন্ড কার্তুজ এবং দেশীয় তৈরি অস্ত্রসহ সাহাব উদ্দিনকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই