চট্টগ্রাম নগরীতে বহুতল ভবন থেকে পড়ে আনোয়ার হোসেন নামে এক রঙ মিস্ত্রির মৃত্যু হয়েছে। রবিবার সকালে খুলশী থানাধীন ৮নং গলিতে এ দুঘর্টনা ঘটে। নিহত আনোয়ার বায়েজিদ থানাধীন ওয়াপদা গেইট এলাকার কাল চান মিয়ার ছেলে।
চমেক হাসপাতালের পুলিশ কন্ট্রোল রুম সুত্রে জানা যায়, খুলশী এলাকার একটি বহুতল ভবনে রঙের কাজ করছিলেন আনোয়ার। এসময় দড়ি ছিড়ে নিচে পড়ে গেলে আহত হন। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/এএম