চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলায় পারিবারিক কলহ ও ফেসবুক স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে জসিম উদ্দিন (৩০) নামের এক যুবককে গলা কেটে হত্যা করা হয়েছে স্থানীয় কয়েকজন প্রতিবেশী। নিহত জসিম উদ্দিন ওই এলাকার আলী আহসানের ছেলে। এ ঘটনায় জড়িত মামুন নামের একজনের বাড়িতে অগ্নিসংযোগ করেছে স্থানীয় লোকজন।
সোমবার সকালে উপজেলার ভূজপুর থানার দাঁতমারা ইউনিয়নের নিচিন্তা গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান দাঁতমারা তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক মনির হোসেন। তিনি বলেন, পারিবারিক কলহে দু’পক্ষে মারামারির ঘটনা ঘটে। এতে একজন নিহত হয়েছেন। লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। তবে বিষয়টি তদন্ত চলছে বলে জানান তিনি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহ ও ফেসবুক স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে একই গ্রামের আক্কাস ও মামুনের সঙ্গে জসিমের মারামারির ঘটনা ঘটে। এক পর্যায়ে জসিম ছুরিকাঘাতে আহত হলে হাসপাতালে নেওয়ার পথে নিহত হয়।
বিডি প্রতিদিন/এএম