চট্টগ্রাম জেলার ফটিকছড়িতে ধানবোঝাই গাড়ি চাপায় দুই ছাত্রী নিহতের ঘটনায় জড়িত সেই গাড়ি চালক আলাউদ্দিনকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ। চালক মুহাম্মদ আলাউদ্দিনের (৩০) বাড়ি ফটিকছড়ির ভূজপুর থানার নারায়ণহাট ইউনিয়নের শৈলকুপা গ্রামে।
সোমবার পুলিশ আদালতে পাঠিয়েছেন আসামিকে। গত রবিবার গভীর রাতে চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকা থেকে গ্রেফতার করা হয় বলে জানান মামলার তদন্ত কর্মকর্তা ও ফটিকছড়ি থানার উপ পরিদর্শক ইমাম হোসেন। তবে দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় গ্রেফতারকৃত আলাউদ্দিনকে সোমবার আদালতে পাঠানো করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ট্রাফিক পুলিশের তাড়া খেয়ে গত ৯ ফেব্রুয়ারী দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের ফটিকছড়ির পেলাগাজি দীঘি সংলগ্ন এলাকায় ধানবাহী চাঁদের গাড়ি উল্টে দুই ছাত্রী নিহত হয়। এ ঘটনায় হাইওয়ে থানার সার্জেন্ট আল আমিনকে জেলা পুলিশ লাইনে ক্লোজড এবং চট্টগ্রাম জেলা হাইওয়ে পুলিশের টিআই নিখিল জীবন চাকমাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত বৃহস্পতিবার সকালে ফটিকছড়ি থানায় চাঁদের গাড়ি চালককে প্রধান আসামি করে থানায় মামলা দায়ের করেন নিহত মিশু আক্তারের চাচা মোহাম্মদ আইয়ুব।
বিডি প্রতিদিন/এএম