চট্টগ্রামে ভালোবাসা দিবসে সমাজের তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠীর জন্য অন্যরকম ভালোবাসার আয়োজন করেছে লিভার কেয়ার গ্রুপ। তৃতীয় লিঙ্গের ৮০ জনকে বিনামূল্যে হেপাটাইটিস ‘বি’, ‘সি’ নির্ণয় এবং হেপাটাইটিস ‘বি’ টিকা প্রদান করা হয়।
সোমবার দুপুরে নগরের ঈদগাঁ এলাকার একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে কারিগরি সহযোগিতা প্রদান করে এপিক হেলথ কেয়ার। লিভার কেয়ার গ্রুপ এর আগে বিনামূল্যে টিকা প্রদানের আরও পাঁচটি কর্মসূচির আয়োজন করে। এবারের আয়োজনসহ মোট তৃতীয় লিঙ্গের তিন শতাধিক জনগোষ্ঠীকে বিনামূল্যে স্ক্রিনিং এবং ২৫৫ জনকে ‘হেপাটাইটিস বি’ টিকার আওতায় আনা হয়েছে।
লিভার কেয়ার গ্রুপের সভাপতি ও চট্টগ্রাম মেডিকেল কলেজের হেপাটোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, ‘ভাইরাল হেপাটাইটিস বর্তমান বিশ্বের একটি অন্যতম জনস্বাস্থ্য সমস্যা। কিন্তু দুঃখজনক হলো আক্রান্ত প্রতি ১০ জনের ৯ জনই নিজের শরীরে এই রোগের উপস্থিতি সম্পর্কে জানেন না। লিভার কেয়ার গ্রুপ হেপাটাইটিস নিয়ে সমাজের সর্বস্তরে সচেতনতা ও প্রতিরোধমূলক কর্মসূচি আয়োজন করে থাকে। আমরা চাই, সমাজের কোনো শ্রেণির মানুষ যেন তার স্বাস্থ্যসেবা অধিকার থেকে বঞ্চিত না হয়।
এপিক হেলথ কেয়ারের পরিচালক (অপারেশন্স) এবং সিও ডা. মো. এনামূল হক নাদিম বলেন, উদ্যোগটি যথেষ্ট ব্যতিক্রমী। এই ব্যতিক্রমী উদ্যোগে এপিক হেলথ কেয়ার আমরা গর্বিত সহযোগী। এপিক হেলথ কেয়ার সব সময় ব্যতিক্রমী যেকোনো আয়োজনে পাশে থাকবে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এপিক হেলথ কেয়ারের অপারেশন্স ম্যানেজার ডা. হামিদ হোছাইন আজাদ, কর্পোরেট বিজনেস বিভাগের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার জহির রায়হান, সমাজসেবক মোমিনুল আলম শাহীন, নবজাগরণ হিজড়া শ্রমজীবী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি ফাল্গুনী হিজড়া ও মো. রবিউল প্রমুখ।
বিডি প্রতিদিন/এমআই