চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের শিশু হেমাটোলজি ও অনকোলজি বিভাগের উদ্যোগে বিশ্ব শিশু ক্যান্সার দিবস পালন করা হয়। দিবসটি উপলক্ষ্যে হাসপাতালের লেকচার গ্যালারিতে এক সেমিনারের আয়োজন করা হয়।
হাসপাতালের কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট প্রফেসর ডা. এম এ তাহের খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ওমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্টি’র সিনিয়র সহসভাপতি আবিদ মোস্তফা ও চট্টগ্রাম ওমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্টি’র পরিচালক মিসেস ফাতেমা ইসলাম লিজা।
সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন হাসপাতালের শিশু স্বাস্থ্য বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী, মূল প্রবন্ধ উপস্থাপন করেন হাসপাতালের শিশু হেমাটোলজি ও অনকোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. ইন্দিরা চৌধুরী। এবারের বিশ্ব শিশু ক্যান্সার দিবসের মূল প্রতিপাদ্য বিষয় হলো 'Better Survival' is achievable #throughyourhands “Right care at the right time by the right team”.
সেমিনারে মূখ্য আলোচক ডা. ইন্দিরা চৌধুরী বলেন, শিশু ক্যান্সারের সঠিক কোনো কারণ জানা যায়নি। শিশু ক্যান্সার প্রতিরোধ এবং ঝুঁকি হ্রাসের বিশেষ কোন উপায় নেই। তাই কোনো লক্ষণ দেখা দিলে দ্রুত শিশু ক্যান্সার রোগ বিশেষজ্ঞ ও রক্ত রোগ বিশেষজ্ঞের স্মরণাপন্ন হতে হবে। যত দ্রুত রোগ ধরা পড়ে এবং চিকিৎসা করা যায় ততই মৃত্যু ঝুঁকি কম থাকে।
প্রধান অতিথি ডা. হাসান শাহরিয়ার কবির শিশু ক্যান্সার বিষয়ে একটি অত্যন্ত চমৎকার প্রেজেন্টেশনের জন্য ডা. ইন্দিরা চৌধুরীকে আন্তরিক ধন্যবাদ জানান। ডা. হাসান শাহরিয়ার কবির বলেন, শিশু ক্যান্সার ও রক্ত রোগ একটি খুবই বিশেষ বিশেয়ায়িত সাবজেক্ট। মা ও শিশু হাসপাতাল এ ধরনের একটি বিশেষায়িত বিভাগ খোলার জন্য তিনি কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানান। মা ও শিশু হাসপাতালের জন্য একটি বড় অর্জন। শিশু ক্যান্সার রোগীদের জন্য এখানে ভবিষ্যতে সকল আধুনিক সুযোগ সুবিধাসহ চিকিৎসা সেবার সব ব্যবস্থা থাকবে বলে আশা করি।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন কার্যনির্বাহী কমিটির ভাইস প্রেসিডেন্ট (ডোনার) সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন, ভাইস প্রেসিডেন্ট আবদুল মান্নান রানা, জেনারেল সেক্রেটারি মোহাম্মদ রেজাউল করিম আজাদ, অর্গানাইজিং সেক্রেটারি মোহাম্মদ সাগির, স্পোর্টস এন্ড কালচারাল সেক্রেটারি মো. আহছান উল্যাহ, কার্যনির্বাহী কমিটির সদস্য খায়েজ আহম্মেদ ভূঁইয়া, ডা. ফজল করিম বাবুল, মো. হারুন ইউসুফ, চমাশিহা মেডিকেল কলেজের প্রিন্সিপাল প্রফেসর এএসএম মোস্তাক আহমেদ, হাসপাতালের পরিচালক (প্রশাসন) ডা. মো. নূরুল হক, ইনস্টিটিউট অব চাইল্ড হেলথ এর পরিচালক প্রফেসর (ডা.) ওয়াজির আহমেদ, অটিজম ও শিশু বিকাশ কেন্দ্রের পরিচালক প্রফেসর (ডা.) মাহমুদ আহমেদ চৌধুরী আরজু, শিশু সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর (ডা.) মো. মোজাম্মেল হক, অনকোলজি বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক (ডা.) শেফাতুজ্জাহান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিশু স্বাস্থ্য বিভাগের সহকারী অধ্যাপক ডা. ফাহিম হাসান রেজা। বিশ^ ক্যান্সার দিবস উপলক্ষে হাসপাতালের শিশু হেমাটোলজি ও অনকোলজি ডিপার্টমেন্টের পক্ষ থেকে হাসপাতালে চিকিৎসা গ্রহণকারী শিশু ক্যান্সার রোগীদের বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়।
বিডি প্রতিদিন/এএম