বৈধ সম্পদ অর্জনের মামলায় চট্টগ্রাম বন্দরের সাবেক কর্মকর্তা জসিম উদ্দিনের স্ত্রী কোহিনূর বেগমকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। রায় ঘোষণার আদালতে উপস্থিত ছিলেন কোহিনূর বেগম। পরে আদালত কারাগারে পাঠানোর আদেশ দেন। মঙ্গলবার চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মুন্সী আব্দুল মজিদের আদালত এ রায় দেন বলে জানান দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মাহমুদুল হক।
তিনি বলেন, সাবেক চট্টগ্রাম বন্দর কর্মকর্তা জসিম উদ্দিনের স্ত্রী কোহিনূর বেগমের বিরুদ্ধে ২০ লাখ ৬৩ হাজার ২২৪ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ প্রমাণিত হওয়ায় দুদকে আইনে পৃথকভাবে ৫ বছরের সশ্রম কারাদন্ড দেয়া হয়েছে। এছাড়া অবৈধভাবে অর্জিত ২০ লাখ ৬৩ হাজার ২২৪ টাকার সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন আদালত।
আদালত সূত্রে জানা যায়, ২০০৯ সালের ২২ মার্চ সম্পদ বিবরণী দাখিলের জন্য কোহিনুর বেগমকে নোটিশ দেয় দুর্নীতি দমন কমিশন (দুদক)। সম্পদ বিবরণীতে তিনি ইস্টার্ন ভিউ আবাসিক হোটেল নির্মাণে ৩২ লাখ ২০ হাজার টাকা ব্যয় উল্লেখ করেন। কিন্তু দুদক অনুসন্ধানের ভিত্তিতে এর ব্যয় নির্ধারণ করে ৫২ লাখ ৮৩ হাজার ২২৪ টাকা। অবশিষ্ট ২০ লাখ ৬৩ হাজার ২২৪ টাকা অবৈধভাবে অর্জিত সম্পদ উল্লেখ করে দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. জালাল উদ্দিন বাদী হয়ে ২০০৯ সালের ১০ আগস্ট নগরীর ডবলমুরিং থানায় কোহিনূর বেগমের বিরুদ্ধে মামলা করেন। ২০১২ সালের ৬ ফেব্রুয়ারী অভিযোগপত্র দাখিল করা হয়। ওই বছরের ১০ সেপ্টেম্বর আদালত আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। অভিযোগ প্রমাণে দুদক নয়জনকে সাক্ষী হিসেবে আদালতে উপস্থাপন করেন।
বিডি প্রতিদিন/এএম