চট্টগ্রামের রাউজান উপজেলার চট্টগ্রাম-কাপ্তাই সড়কের কমলার দীঘি এলাকায় লেগুনা ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পাপন বড়ুয়া (৪০) নামে এক প্রকৌশলীর মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাড়ে ১১টায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন।
পাপন বড়ুয়া একই থানার বাগোয়ান ইউনিয়নের দেওয়ানপুর এলাকার সংঘ বড়ুয়ার ছেলে এবং একটি বেসরকারি প্রতিষ্ঠানে প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকাল সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের কমলার দীঘি সংলগ্ন সিএনজি স্টেশন এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ও লেগুনার মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই প্রাণ হারান পাপন বড়ুয়া। আহত হন আরও পাঁচজন।
রাউজান থানার উপ-পরিদর্শক (এসআই) জয়নাল আবেদিন বলেন, ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।
বিডি প্রতিদিন/আবু জাফর