চট্টগ্রাম নগরের কাজীর দেউড়ি স্টেডিয়াম মোড়ে অটোরিকশার ধাক্কায় রিকশা থেকে পড়ে মারাত্মকভাবে আহত হওয়া চিকিৎসক ডা. সামিনা আক্তারের অবস্থা সংকটাপন্ন। বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউ বিভাগে তার চিকিৎসা চলছে। আহত চিকিৎসক ইউএসটিসি’র বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতালের মেডিকেল অফিসার। তিনি ওই হাসপাতালের আইসিইউ বিভাগে কর্মরত আছেন।
জানা যায়, গতকাল মঙ্গলবার রাত ১০টায় স্টেডিয়ামের সড়কে চলন্ত একটি চলন্ত অটোরিকশাকে পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে রিকশায় থাকা চিকিৎসক সামিনা আক্তার সড়কে পড়ে যান। তাৎক্ষণিক তিনি অজ্ঞান হয়ে পড়েন এবং মুখ দিয়ে রক্ত বের হতে থাকে। গুরুতর আহত অবস্থায় ওই চিকিৎসককে উদ্ধার করে চমেক হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়।
চমেক হাসপাতালের আইসিইউ বিভাগের সহযোগী অধ্যাপক ডা. হারুনুর রশীদ বলেন, আহত চিকিৎসক মাথায় বেশি আঘাত পেয়েছেন। তাই একটু সংকটাপন্ন অবস্থায় আছেন। ইতোমধ্যে প্রয়োজনীয় সব চিকিৎসা দেয়া হয়েছে। সর্বোচ্চ চেষ্টা চলছে তার চিকিৎসায়।
বিডি প্রতিদিন/আবু জাফর