মেজাজ গরম থাকায় চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. অলি উল্লাহ’র ওপর হামলা চালিয়েছেন বেলজিয়াম প্রবাসী রানা মর্তুজা। বিচারকের ওপর হামলার অভিযোগে গ্রেফতার হওয়া রানা মুর্তজা রিমান্ডে পুলিশকে এমন তথ্য দিয়েছেন।
সিএমপি’র পাঁচলাইশ থানার ওসি জাহেদুল কবির বলেন, ‘মঙ্গলবার রাতে ও বুধবার রানা মতুর্জা এবং আবদুর রহিমকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তারা ঘটনা নিয়ে কিছু তথ্য দিয়েছেন। তথ্যগুলো যাছাই-বাছাই করা হচ্ছে।’
তদন্ত সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা জানান, প্রাইভেট গাড়ি দিয়ে বিচার অলি উল্লাহকে ধাক্কা দিলে তিনি প্রতিবাদ করে। এতে মেজাজ গরম হয়ে যায় মর্তুজা রানার। তাই তিনি গাড়ি থেকে নেমে বিচারকের ওপর হামলা চালান। পরে গাড়ির ড্রাইভারও মারধরে যুক্ত হন।
প্রসঙ্গত, গত ১৪ ফেব্রুয়ারি রাতে নগরীর জিইসি’র মোড় এলাকায় বিচার অলি উল্লাহর ওপর হামলা চালায় প্রবাসী রানা মর্তুজা। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে রানাসহ চার জনকে গ্রেফতার করা হয়। পরে আদালত রানা মর্তুজাকে পাঁচ দিন এবং রহিমকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
বিডি প্রতিদিন/আবু জাফর